সিলেটপোস্ট রিপোর্ট :সারাদেশে ফেসবুক বন্ধ থাকার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সম্পর্কে ফেসবুকে অশ্লীল মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ায় সাইফুল ইসলাম (২২) নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মোহাম্মদ সাইফুল ইসলাম নামে এ যুবককে উপজেলার মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা চেয়ারম্যানপাড়ার বাড়ি থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় বলে সাতকানিয়া পুলিশ জানায়।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, সাইফুল ইসলাম শিবিরের স্থানীয় কর্মী। দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম ও তার বড় ভাই ফেসবুকে সরকার, প্রধানমন্ত্রী ও তার পরিবার নিয়ে অবমাননাকর মন্তব্য শেয়ার করে আসছিল। তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।ওসি আরও জানায়, সাইফুলের বড় ভাই মো. সহিদুল ইসলাম সৌদি আরবে বসে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়কে নিয়ে কুরুচিপূর্ণ বিভিন্ন পোস্ট দিত। এ সব পোস্ট সাইফুল তার ওয়ালে শেয়ার করত।