সংবাদ শিরোনাম
গণতন্ত্র হত্যাকারীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, খেয়াল রাখতে হবে: কাইয়ুম চৌধুরী  » «   ওসমানীনগরে আ,লীগ নেতা মুকিদের বিরোদ্ধে প্রবাসী মহিলার টাকা আত্নসাতের অভিযোগ!  » «   শান্তিগঞ্জের টাইলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনমুজুরের বসতভিটা দখল করেছে ভূমিখেকোচক্র  » «   সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে ভূয়া ঠিকানা ব্যবহার করে স্বাস্থ্য সহকারী পদে চাকরি নেওয়ার অভিযোগ  » «   সিলেটসহ ২৫ জেলার নতুন ডিসিদের কর্মস্থলে যাওয়া মানা, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «  

পৌর নির্বাচন: সরকার দলীয় এমপিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

2সিলেটপোস্ট রিপোর্ট :আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের এমপিদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠেছে।জানা গেছে, বরগুনা-২ আসনের সংসদ শওকত হাছানুর রহমান রিমন হেলিকপ্টারে করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়ন পৌঁছে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বেতাগী পৌরসভার উদ্দেশে রওনা হন তিনি। এ ঘটনায় অন্যান্য দলের মনোনীত মেয়র প্রার্থীরা সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ করেন।স্থানীয়রা জানায়, বরগুনা-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাছানুর রহমান রিমন বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে হেলিকপ্টার যোগে বেতাগী আসেন। বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে বেতাগী হাইস্কুল মাঠে নামেন। সেখান থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে উপজেলা চত্বরে তার অফিসে যান। এরপর মেয়র প্রার্থী এবিএম গোলাম কবিরের হাতে মনোনয়নপত্র তুলে দেন।এদিকে হেলিকপ্টার যোগে মনোনয়নপত্র আনায় এমপির বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বি অন্য মেয়র প্রার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে বেতাগী পৌরসভার রিটার্নিং অফিসার দুলাল তালুকদার বলেন, সংসদ সদস্য হাছানুর রহমান কীভাবে এসেছেন আমি দেখিনি। তবে অভিযোগ পেলে এটি আচরণ বিধি লঙ্ঘনের পর্যায়ে পড়েছে কি না তা খতিয়ে দেখা হবে।অন্যদিকে ধামরাইয়ে মনোনয়নপত্র জমাদানের দিনেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠেছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার সময় স্থানীয় সংসদ সদস্য (এমপি) তার সঙ্গে ছিলেন বলে অভিযোগ রয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থক নিয়ে উপজেলা পরিষদের মাঠে জমায়েত হন। ক্ষমতাসীন দলের মনোনীত মেয়রপ্রার্থী গোলাম কবির মোল্লা মনোনয়পত্র জমা দেয়ার সময় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মালেকসহ দলের অন্য নেতারা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রবেশ করেন।জানতে চাইলে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম বলেন, সংসদ সদস্য মহোদয় আমার কক্ষে এসেছিলেন। কিন্তু কার সঙ্গে এসেছিলেন তা জানি না। তাছাড়া তিনিতো আর নির্বাচনী প্রচারণা চালাননি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.