সিলেটপোস্ট রিপোর্ট :গৃহবধূকে বেঁধে রেখে তার সামনেই দুই ছেলে শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ভোজেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, রায়হান (১০) ও তার ভাই রইচ (৬)। তাদের বাবার নাম ইউসুফ সরদার। গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ কর্মকর্তা মামুন সাংবাদিকদের বলেন, “রায়হান ও রইচ রাতের খাবার খাওয়ার সময় অপরিচিত দুই ব্যক্তি হঠাৎ ঘরে ঢুকে তাদের মা কুলসুম বেগমকে বেঁধে ফেলে। এরপর তার সামনেই দুই ভাইকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।” শিশু রায়হান ভোজেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।নিহত দুই শিশুর বাবা ইউসুফ টুঙ্গীপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার কাজে ঢাকা গিয়েছিলেন তিনি। ঘটনার আধা ঘণ্টা পর তিনি বাড়ি পৌঁছান। কে বা কারা কেন এ হত্যাকা- ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার মামুন।ঘটনার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। আর খুব দ্রুত সময়ের মধ্যেই এর রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।
গোপালগঞ্জে মাকে বেঁধে দুই শিশুকে শ্বাসরোধে হত্যা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৪, ২০১৫ | ৭:৪৩ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »