সিলেটপোস্ট রিপোর্ট :আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে কৌশলগত কারণে আওয়ামী লীগের কিছু বিদ্রোহী প্রার্থী আছে। তবে প্রার্থী যাচাই-বাছাই চূড়ান্ত হওয়ার পর তা আর থাকবে না।
শুক্রবার সকালে রাজধানীর ধানম-িতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদকদের সাথে বৈঠক শেষে এ কথা জানান হানিফ।পৌরসভা নির্বাচনের নানান বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, কৌশলগত কারণেই এখনো বেশ কিছু পৌরসভায় দলের বিদ্রোহী প্রার্থী রয়েছে।এ ছাড়া জোটগতভাবে নয় দলীয়ভাবে নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মাহবুব-উল-আলম হানিফ।এ সময় বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির নেতারা এখনো মিথ্যাচার করে চলেছেন। দেশবাসী তাতে বিভ্রান্ত হবে না।