সিলেটপোস্ট রিপোর্ট :দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ রাস মেলায় বোমা হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়।আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তারা হলেন, দিনাজপুরের কাশীপুর বীরগঞ্জের উমাকান্ত দাস (২২), লালমনিরহাট জেলার কালীগঞ্জ সদরের সাধন (৩৫), রংপুরের বদরগঞ্জ দামকরপুরের মোকাদ্দেস (৩৯), নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার মিঠু (৩০), শিবপুর সদরের লুঙ্গি ব্যবসায়ী জব্বার আলী (২৮) ও কাহারোল উপজেলার দশমাইল এলাকার সাইদুর (২৭)।এ ঘটনায় সন্দেহ ভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ।শনিবার রাত রাত ১টার দিকে মেলার যাত্রা মঞ্চে এ বোমা হামলার ঘটনা ঘটে।দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানিয়েছেন, কান্তজিউ রাসমেলায় একটি যাত্রা মঞ্চে যাত্রা চলাকালীন সময় দুর্বৃত্তরা পরপর ৩টি বোমা ছুঁড়ে মারে। এতে যাত্রা পেন্ডেলে থাকা লোকজন আহত হয়। আহতদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহত সাইদুর জানান, রাত আনুমানিক ১টায় রাসমেলার যাত্রা প্যান্ডেলে হঠাৎ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে।দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নাহিদ জানান, আহতদের পায়ের বিভিন্ন স্থানে বোমার স্লিন্টার বিদ্ধ হয়েছে।
উল্লেখ্য, পুলিশের উপস্থিতিতেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদশীরা জানায়। পরে পুলিশ মেলা চত্বর থেকে সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে।