সিলেটপোস্ট রিপোর্ট :সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ কর্মীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার ৮টি উপজেলায় এই অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াতের ১৩ জন ও শিবিরের দুইজন কর্মীসহ নিয়মিত মামলার ৪১ জন আসামি রয়েছে।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরা সদর থানায় ১৮ জন, কলারোয়ায় তিনজন, তালায় দুইজন, কালিগঞ্জে ১০, শ্যামনগরে ৩, আশাশুনিতে ৯, দেবহাটায় ৭ ও পাটকেলঘাটা থানা থেকে ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।