সিলেটপোস্ট রিপোর্ট :বগুড়ায় ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার উনচুরকী গ্রামের আব্দুর রাজ্জাক সাজুর ছেলে এনামুল হক (২৬) এবং সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রামের মোখলেছার রহমানের ছেলে মেহেদী হাসান (২৬)।
এরা দু’জনেই চট্টগ্রাম রেলওয়ে পুলিশে কর্মরত। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা রোববার দুপুরে তাদেরকে গ্রেফতার করে।জানা গেছে, র্যাব সদস্যরা রোববার দুপুর দেড়টার দিকে গাবতলী পুরান বাজার এলাকা থেকে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করে। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেছে।জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই পুলিশ কনস্টেবল জানিয়েছে, ছুটিতে বাড়িতে আসার সময় তারা বিক্রির জন্য চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটগুলো সঙ্গে করে নিয়ে আসে।এঘটনায় র্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়াদুদ মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় গ্রেফতারকৃত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।গাবতলী মডেল থানার ওসি সাহিদ মাহমুদ খান ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।