সিলেটপোস্ট রিপোর্ট :বাড়ির মালিকদের কাছে ঢাকাসহ দেশের বড় শহরের প্রায় পাঁচ কোটি ভাড়াটিয়া জিম্মি হয়ে পড়লেও এ বিষয়ে উদ্যোগী হচ্ছে না সরকার। এ অভিযোগ করেছে ভাড়াটিয়া কল্যাণ সমিতি।রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন অভিযোগের পাশাপাশি সঙ্কটের সমাধানে আদালতের নির্দেশনা অনুযায়ী একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনেরও দাবি জানিয়েছে সমিতি।সংগঠনের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “একদিকে লাগামহীন বাড়িভাড়া বৃদ্ধি ও অন্যদিকে যখন তখন স্বল্প নোটিসে ভাড়াটিয়াদের বাড়িছাড়া করছে ভবন মালিকরা। রশিদের পরিবর্তে হাতে হাতে লেনদেন হওয়ায় এনিয়ে আইনের আশ্রয়ও নেয়া যাচ্ছে না।”গত ২৫ বছরে (১৯৯০ থেকে ২০১৫) ছয়টি বিভাগীয় শহরে বাড়িভাড়া আড়াইশ শতাংশ বেড়েছে বলেও দাবি করেন তিনি।মেসবাহ বলেন, “ঢাকা শহরে ৭০ থেকে ৮০ শতাংশ বাসিন্দা ভাড়াটিয়া। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা মহানগরীতে ৬৫ শতাংশ ভাড়াটিয়া। অতিরিক্ত ভাড়ার চাপে এই মানুষগুলোর জীবন বিপর্যস্ত।”২৮ ফেব্রুয়ারির মধ্যে বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠনের সময় বেধে দিয়ে সমিতির সাধারণ সম্পাদক তৌকির আহমেদ বলেন, “ভাড়াটিয়া কল্যাণ সমিতির ৯ দফা দাবি বাস্তবায়নে কোনো ব্যবস্থা নেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বাসা ভাড়া দিতে লাখ লাখ টাকা অগ্রিম জমা নেয় কর্তৃপক্ষ। কিন্তু এ সংক্রান্ত কোনো চুক্তি তারা করে না।
বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠনে আল্টিমেটাম
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ৭, ২০১৫ | ৯:১৮ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »