সিলেটপোস্ট রিপোর্ট :একটি দেশ বাংলাদেশ বিমানের ওপর নিষেধাজ্ঞা দিতে বিভিন্ন অজুহাত দেখিয়ে ছুতা খুঁজছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন বলে একটি সূত্রে জানাগেছে।ওই সূত্রে জানাগেছে, প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, একটি দেশ ওতপেতে আছে, ছুতা খুঁজছে, নিরাপত্তার অজুহাত দেখিয়ে তাদের দেশে বাংলাদেশ বিমান ওঠা-নামায় নিষেধাজ্ঞা দিতে চায়।এসময় তিনি দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের উদ্দেশে বলেন, ‘আপনি দলের সব কমিটিকে চিঠি দিয়ে জানিয়ে দিন। তারা বিদেশে যাওয়া-আসার সময় অনাহূত কাউকে বিমানবন্দরে যেতে উৎসাহিত যেন না করেন।’এসময় বিমানমন্ত্রী রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, কিছু দিন আগে যুবলীগ পরিচয়ে একজন অস্ত্র নিয়ে বিমানবন্দরের স্পর্শকাতর এলাকায় প্রবেশ করেন। এটা বেআইনি এবং নিরাপত্তার জন্য হুমকি। তা সত্ত্বেও তাকে ঠেকানো যায়নি।তখন প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তার অজুহাতে একটি দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ ছুতা খুঁজছে বাংলাদেশ বিমানকে সে দেশের বিমানবন্দরগুলোতে ওঠা-নামায় কীভাবে নিষেধাজ্ঞার আওতায় আনা যায়। আমাদের বিমানবন্দরগুলোতে সাধারণ কোনো ঘটনা ঘটলেও সেটাকে অযুহাত হিসেবে দাঁড় করানো হবে।তিনি সতর্ক করে দিয়ে বলেন, কয়েকটি দেশ বাংলাদেশে আইএস প্রমাণ করতে পারলে, আমাদের দেশে জঙ্গি নিধনের অজুহাতে তাদের সেনাবাহিনী ঢুকিয়ে দেয়ার চেষ্ট করবে। তারা সাধারণ ঘটনাকেও আইএসের কর্মকাণ্ড বলে প্রচার করে। কাজেই কোনো দেশ যাতে এ রকম সুযোগ না পায়।