সিলেটপোস্ট রিপোর্ট :শরীয়তপুর পদ্মা সেতুর নদীশাসন ও মূল সেতুর অবকাঠামো কাজের উদ্বোধন করতে শরীয়তপুরের জাজিরা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল শনিবার সকাল ১০টার দিকে জাজিরা পয়েন্টে নদীশাসনকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে লৌহজং উপজেলার মাওয়ায় সেতুর মূল অবকাঠামোর চূড়ান্ত পাইলিং স্থাপনের কাজেরও উদ্বোধন করবেন তিনি।এছাড়া বিকেল ৩টায় পদ্মা সেতু প্রকল্প এলাকার মুন্সীগঞ্জের মাওয়া চৌরাস্তাসংলগ্ন মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাজসাজ রব চলছে পদ্মাপাড়ে। এরই মধ্যে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজেছে পুরো এলাকা। প্রস্তুত করা হচ্ছে মঞ্চ।