সিলেট পোস্ট ডেস্ক : বলিউডের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬১তম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ জানুয়ারি। গত ১২ ডিসেম্বর নয়াদিল্লির দ্য লীলা প্যালেসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
‘বাজিরাও মাস্তানি’ জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন সেখানে উপস্থিত ছিলেন। অভিষেকে দু’জনই জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস।
ভারতীয় চলচ্চিত্রে জাঁকজমক ফিরে এসেছে, সেরাদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি সেটাই উদযাপন করা হবে এবারের আয়োজনে। চলতি বছর ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে নতুন নতুন রেকর্ড হয়েছে বলিউডে। একই সঙ্গে সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছে কয়েকটি ছবি।
গতানুগতিক ফর্মুলার বাইরে বানানো সফল ছবির তালিকায় রয়েছে ‘পিকু’, ‘বদলাপুর’, ‘মাসান’, ‘তলভার’ প্রভৃতি। ব্লকবাস্টারের মধ্যে প্রথম সারিতে আছে ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’ প্রভৃতি ছবি।