সিলেট পোস্ট রিপোর্ট :জাতীয় প্রেসক্লাবের দোতলায় একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ক্লাবের ইলেক্ট্রেশিয়ান আমিনুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১২টা ৪০ মিনিটে দোতলার কার্ড রুমে আগুনের সূত্রপাত হয়।“সকালে কক্ষ পরিষ্কার করার সময় দরজা খোলার পর দেখা যায়, ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।”আগুনে ওই কক্ষের তিনটি জানালার পর্দা পুড়ে গেছে এবং দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।রেফ্রিজারেটরের বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে আমিনুল ইসলামের ধারণা।
জাতীয় প্রেসক্লাবের কক্ষে অগ্নিকাণ্ড
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১৯, ২০১৫ | ১২:৪৪ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »