সিলেট পোস্ট রিপোর্ট :অস্ট্রেলিয়ার ডারউইনে অনশন ধর্মঘট করছেন ১৮ জন বাংলাদেশি আশ্রয় প্রত্যাশী। ডারউইনের একটি বন্দিশিবিরে তারা ধর্মঘট পালন করছেন বলে শরণার্থী অধিকার কর্মীরা বলছেন। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। সোমবার থেকে তাদের ধর্মঘট শুরু হয়। অনেকেই পানিও গ্রহণ করছেন না বলে জানিয়েছেন রিফিউজি একশন কোয়ালিশনের ইয়ান রিন্টোল। তিনি জানান, যারা ধর্মঘটে রয়েছেন, তাদের বেশিরভাগই প্রায় ৩ বছর ধরে আটক রয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের বন্দিশিবিরে বেশ কয়েকজন বাংলাদেশীর অনশন ধর্মঘট পালন করছেন বলে খবরে এসেছে।