সিলেট পোস্ট রিপোর্ট :চট্টগ্রামের নৌবাহিনীর ঈসা খাঁ ঘাটির একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গতকাল জুমার নামাজের সময় মসজিদে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন নৌবাহিনীর তিনজন কর্মকর্তা ও তিনজন সৈনিকসহ ছয়জন।
বিস্ফোরণের সময় রমজান নামের নৌবাহিনীর একজন ব্যাটম্যান ও নৌবাহিনীর বল পিকার মান্নান ওরফে সিয়ামকে হাতেনাতে আটক করে র্যাব। তাঁদের কাছ থেকে ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানায়পুলিশ।জানতে চাইলে ইপিজেড থানার ওসি জাহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত ওই দুজনের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে র্যাব। মামলা হলে তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।