মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিও এবার এক হয়ে দলের মেয়র প্রার্থীর পক্ষে কাজ করতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দুধারায় বিভক্ত জেলা বিএনপি দীর্ঘদিন ধরে। এক ধারার নেতৃত্বে আছেন সাবেক এমপি জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। অপর ধারার নেতৃত্বে আছেন সাবেক মহিলা এমপি জেলা বিএনপির সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী। এ দুই ধারা এক করতে কেন্দ্রীয় বিএনপি বেশ কয়েকবার চেষ্টা করে ফল হয়নি।
তবে এবার দলীয় প্রতীকে পৌর মেয়র নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে নমনীয়তা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার রাতে দুপক্ষের নেতারা বৈঠক করেছেন। এক হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে উপস্থিত দলীয় সূত্র নিশ্চিত করেছে। প্রথম দিকে মৌলভীবাজার পৌর নির্বাচনে বর্তমান মেয়র ফয়জুল করীম ময়ূন প্রার্থী হওয়ার কথা থাকলে শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে দলের প্রার্থী মনোনীত হন মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান। অলিউর রহমান নাসের রহমান ধারার নেতা। মনোনয়নপত্র জমা দেয়ার দিন ফয়জুল করীম ময়ূন ধানের শীষ তুলে অলিউর রহমানের হাতে দেন।
এদিকে একটি সূত্র দাবি করেছে কেন্দ্রীয় বিএনপির চাপ আছে দলীয় প্রার্থীর পক্ষে একহয়ে মাঠে থাকার। অন্যদিকে জেলা আওয়ামী লীগও দুধারায় বিভক্ত ছিল সেই ২০০৬ সাল থেকে। কিন্তু গত বৃহস্পতিবার দেখা গেছে ভিন্ন চিত্র। বিবেদ ভুলে দুপক্ষকেই মাঠে দলীয় প্রার্থী ফজলুর রহমানের পক্ষে প্রচারণা চালাতে। এদিন রাতেই বিএনপির দুই ধারার নেতারা দলীয় মেয়র প্রার্থী অলিউর রহমানকে নিয়ে বেগম খালেদা রব্বানীর শাহ মোস্তফা সড়কের বাসায় বৈঠক করেছেন।এই বৈঠকে উপস্থিত ছিলেন বেগম খালেদা রব্বানী ছাড়াও জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট জুনেদ আহমদ, মেয়র ফয়জুল করীম ময়ূন, এম এ মুকিত, ইউছুপ আলী, মৌলভী আবদুল ওয়ালী সিদ্দিকী, অ্যাডভোকেট আনোয়ার আক্তার শিউলি, মোশাররফ হোসেন বাদশা, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ফখরুল ইসলাম, ফয়ছল আহমদ প্রমূখ।