সিলেট পোস্ট রিপোর্ট :কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও মোটরযান শ্রমিক ইউনিয়ন।বাস টার্মিনালে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তা বন্ধের দাবিতে রোববার সকাল ৬টায় এ ধর্মঘট ডাকা হয়।ধর্মঘটে জেলা শহরের গাইটাল ও বত্রিশ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, গাইটাল এলাকার শফিকুল ইসলাম মানিক দীর্ঘদিন ধরেই বাস টার্মিনালে চাঁদাবাজি, ছিনতাই, শ্রমিক মারধরসহ সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছেন। এছাড়া তাঁর মালিকানাধীন বাস অবৈধভাবে চালানোর সুযোগ দেয়ার জন্যও মালিক ও শ্রমিক নেতাদের ওপর চাপ দিয়ে আসছেন। এর জের ধরে গতকাল শনিবার গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয় তালাবদ্ধ করে দেয়া হয় এবং মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।এ ঘটনার প্রতিবাদে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দের সভাপতিত্বে গতকাল রাতে অনুষ্ঠিত যৌথ সভায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট আহ্বান করা হয়।এ ব্যাপারে মানিক রঞ্জন দে বলেন, সন্ত্রাসী মানিককে গ্রেপ্তার ও বাস টার্মিনালে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২০, ২০১৫ | ১:১৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »