সিলেট পোস্ট ডেস্ক :গুরুতর অসুস্থ অবস্থা থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি। শারীরিক পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো।
চার দিন হলো তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে ওয়ার্ডে নেওয়া হয়েছে। এখন তিনি স্বাভাবিক উপায়েই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন।
গত ২৯ জুলাই তার ব্রেইন টিউমার ধরা পড়ে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মেয়ে লিখেছেন, মায়ের অবস্থা এখন অনেকটা ভালো। তিন দিন আগে তাকে ওয়ার্ডে নেওয়া হয়েছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
গত ২৯ জুলাই চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং সেটি সফল হয়।
২০ সেপ্টেম্বর ঢাকায় ফিরলেও মাস না গড়াতেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর নভেম্বরের শুরুতে দ্বিতীয় দফায় চিকিৎসার জন্য অভিনেত্রী দিতিকে ভারতে নেওয়া হয়।