সিলেটপোস্ট২৪রিপোর্ট :‘লেবাননের বৈরুতের আইন আল-রুম্মানী এলাকায় বাবু ইষ্ট হোটেলে মহান বিজয় দিবস উদযাপন এবং বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে লেবানন বিএনপি।
রোববার সন্ধ্যায় দুটি পর্বে ভাগ করে শুরু হয় অনুষ্ঠান। সভার প্রথম পর্বের শুরুতে ৭১ সালের মুক্তিযোদ্ধে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় এবং সকল শহিদ পরিবারের প্রতি সহানোভূতি জানিয়ে, সকল মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনায়, সাবেক সফল রাষ্ট্রনায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে পবিত্র কোরআন পাঠ, মিলাদ ও দোয়া করা হয়।
পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মো. শামিম আহমেদ, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. মো. আলম মোল্লা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চায়ন, সভায় সভাপতির আসন গ্রহণ করেন লেবানন বিএনপির সভাপতি মো. মানিক মোল্লা। প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির প্রধান উপদেষ্টা শিপন মোল্লা, এছাড়া বিশেষ অতিথি ছিলেন, লেবানন বিএনপির প্রতিষ্ঠাতা আ: গফুর, প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক, দপ্তর সম্পাদক ওয়াসিম আকরাম।
সভাটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।
নির্ধারিত সময়ে শুরু হয় অনুষ্ঠান। কানায় কানায় ভরে উঠে হোটেল কক্ষ, তিল পরিমান দাড়াবার ঠাইছিল না হোটেল কক্ষে। প্রথমে জাতীয় সংগীত বাজানো হয়, জাতীয় সংগীত বাজানোর সময় উপস্থিত সকলে দাড়িয়ে সম্মান পদর্শন করেন। পরে দলীয় সংগীর পরিবেশন করেন। দলীয় সংগীতের সঙ্গে উপস্থিত সকলের হাতের তালিতে মুখরিত হয়ে উঠে হোটেলের পরিবেশ।
বক্তব্যে ৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং শহিদ বুদ্ধিজীবী এবিএম আ: রহিমসহ সকল শহিদ এবং মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেতার কামনা করে এবং সকল মুক্তিযুদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে সভাপতি মানিক মোল্লা বলেন, আজ দেশের ৪৪তম বিজয় দিবস পালন করছি, কিন্তু আমরা আজো প্রকৃত বিজয় পাইনি।
তিনি বলে, দেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি অথচ সেই স্বাধীন দেশে জনগণের বাক স্বাধীনতাকে হরন করে রেখেছে বিনা ভোটের অবৈধ সরকার।
সরকার অবেধভাবে দেশে একদলীয় শাসন কায়েম করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সকল বিএনপির নেতৃবৃন্দদের মিথ্যা মামলায় হয়রানি গুম-খুন অত্যচার ব্যবিচার করে প্রকৃত স্বাধীনতাকে পদদলীত করেছে।
তিনি সরকারের এমন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান।
রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার অল্প সময়ে প্রবাসীদের সমস্যা সমাধানে যে পদক্ষেপ নিয়েছেন তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং প্রবাসীদের লেবাননের আইন মেনে চলার অনুরুধ করেন।
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার বলেন, দূতাবাসে পর্যাবেক্ষন করে দেখা যায় বাংলাদেশের মতো দূতাবাসেও দলীয় করন চলছে। তিনি রাষ্ট্রদূত বরাবর অনুরোধ করে বলেন, অন্তত প্রবাসে দলীয় করন করবেন না।
তিনি বলেন, দূতাবাস প্রবাসীদের সমস্যা নিয়ে কাজ করবে এটাই সাভাবিক, কোনো দলের জন্য নয়।
পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ী করে দেশে সুস্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে, বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে দেশকে রাহুগ্রাস থেকে মুক্ত করার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভায় সকলের মাঝে আরো বক্তব্য রাখেন, লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন, আইন আল-রুম্মানী শাখা কমিটির সভাপতি হামিদুল ইসলাম শ্রাবন, ছাবর-মদিনা রিয়াদিয়া শাখার সাধারণ সম্পাদক শামিম রেজা, হামরা-ভরদাম শাখার সাধারণ সম্পাদক মেহদী হাসান মিলন, জুনি শাখার শাহাদাত হোসেন, হাইছিল্লুম শাখার সভাপতি মনির হোসেন, আশ্রাফিয়া-শেরেমুনু শাখার সভাপতি আবু তাহের, আয়েশা বক্কর শাখার সভাপতি আরমান হোসেন, মোকাল্লেছ শাখা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, আইন আল-রুম্মানীর সাধারন সম্পাদক আমীর হোসেন।
এছারা উপস্থিত ছিলেন, লেবানন তৃণমুল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ১৬টি শাখা কমিটি ও অঙ্গসংগঠন যুবদলের নেতৃবৃন্দ।
সভা শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।