সিলেটপোস্ট২৪রিপোর্ট :মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি পুত্রসন্তানের মা হয়েছেন।মঙ্গলবার লন্ডনে স্থানীয় সময় রাত পৌনে ৪টায় রয়্যাল লন্ডন হাসপাতালে তার ছেলের জন্ম হয়েছে।রুহির স্বামী নির্মাতা মনসুর আলী জানান, ছেলের নাম রাখা হয়েছে রুহান মনসুর আলী। মা-ছেলে ২ জনেই সুস্থ আছে। বাবা হওয়ার আনন্দটা মনসুর প্রথম প্রকাশ করেন ফেসবুকে।তিনি আরো জানান, এটা ঠিক যেন বড়দিনের ব্রেকিং উপহার। রুহি ও ছেলে দুজনই ভালো আছে। তাদের জন্য সবার কাছে দোয়া চাই।
দিলরুবা ইয়াসমিন রুহি গত বছরের সেপ্টেম্বরে বিয়ে করেন মনসুর আলীকে। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যেই থাকছেন।মডেলিং ছাড়া একাত্তরের সংগ্রাম, জিরো ডিগ্রী,মায়ানগর এবং কলকাতার গ্ল্যামার ছবিতে অভিনয় করেছেন রুহি। এর মধ্যে মায়ানগর এখনো মুক্তি অপেক্ষায় রয়েছে।