সিলেট পোস্ট ডেস্ক :পাকিস্তান সুপার লিগের (পিএসএল)২ দিনব্যাপী প্লেয়ার ড্রাফটের ১ম দিনের ড্রাফট অনুষ্ঠিত হলো সোমবার।
মঙ্গলবার শেষ দিন। প্রথম দিন দল পেয়েছেন বাংলাদেশি ৩ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। ক্রিস গেইলের দল লাহোর কালান্ডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশি ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ডেকে নেয় করাচি কিংস। আর তামিমকে নেয় শহিদ আফ্রিদির দল পেশোয়ার জালমি।
প্লেয়ার্স ড্রাফটের তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দল পাননি গোল্ড ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও শাহরিয়ার নাফিস।
প্লেয়ার্স ড্রাফটের প্রথম পর্ব সোমবার লাহোরে সম্পন্ন হয়। এতে প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং- এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয় ক্রিকেটারদের।
পাঁচটি ক্যাটাগরির মধ্যে সোমবার কেবল প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ডর প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সিলভার ও ইমার্জিং ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সিলভার ক্যাটাগরিতে আছেন ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় ও মুমিনুল হক।
আগামীকাল নির্ধারণ হবে এ চার ক্রিকেটারের ভাগ্য।
প্রথম দিনে পাঁচটি ফ্যাঞ্চাইজি ৯ জন করে ক্রিকেটার দলে নেয়। আরও ১১ জন করে খেলোয়াড় দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করে বিপিএলের মতো লটারির মাধ্যমে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।