সিলেটপোস্ট২৪রিপোর্ট :দিনাজপুরের বিরামপুরে বিএনপির মেয়র প্রার্থী আজাদুল ইসলাম আজাদের উপর সরকার দলীয় লোকেরা হামলা করেছে বলে দাবি করেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, এখানে রক্তারক্তি হবে কেন? সরকারি দলের লোকেরা চায় না এ দেশের মানুষ শান্তিতে বসবাস করুক। স্বাধীনভাবে মত প্রকাশ করুক। তিনি বলেন, নির্বাচন কমিশনের দফতরগুলো বর্তমানে আওয়ামী লীগের শাখা অফিসে পরিণত হয়েছে। এখন দেশে কোনো গণতন্ত্র নেই। নির্বাচনের আগেই ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাচ্ছে।
আজ বুধবার দিনাজপুরের বিরামপুর পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী আজাদুল ইসলাম আজাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে রিজভী স্থানীয় বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নেন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা চালানোর সময় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আজাদুল ইসলাম আজাদ (৫৩) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এসময় সন্ত্রাসীরা তাকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় ও বাম হাতে কুপিয়ে আহত করে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।