সিলেটপোস্ট রিপোর্ট : এনএইচএসডিপির চিফ অব পার্টি ও পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ড. হালিদা হানুম আখতার গত বুধবার সকালে ইউএসএআইডির-ডিএফআইডির অর্থায়নে এনএইচএসডিপির সেবা নেটওয়ার্ক সীমান্তিক বাস্তবায়িত সূর্যের হাসি ক্লিনিক বালাগঞ্জ শাখা পরিদশ্যন করেছেন। পরিদর্শন কালে তাহার সাথে ছিলেন এনএইচএসডিপির বিসিসিপির ডিরেক্টর এ. কে. শফিকুর রহমান, সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মাজেদ আহমদ, নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান, প্রকল্প পরিচালক আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ ক্লিনিক ম্যানেজার ফজলু মিয়া, দক্ষিণ সুরমা ক্লিনিক ম্যানেজার ফয়ছল আহমদ, বালাগঞ্জ এডমিন এ্যাসিস্ট্যান্ট তাজেল আহমদ, প্যারামেডিক কামেলী দত্ত প্রমুখ।