সিলেটপোস্ট২৪রিপোর্ট :৩০তম বিসিএস মেধা তালিকায় ১ম স্থান অর্জনকারী সুশান্ত পালের সাথে ক্যারিয়ার বিষয়ক আড্ডা শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ^বিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্রাাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সাস্ট’ এই আড্ডার আয়োজন করেছে। ‘ক্যারিয়ার আড্ডা ওইথ সুশান্ত পাল’ শিরোনামে ক্যারিয়ার বিষয়ক এ আড্ডা ২৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হবে বলে জানিয়েছে ‘গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সাস্ট’এর আহ্বায়ক মাইনুল সুমন।দিনব্যাপী এ অনুষ্ঠানে সুশান্ত পালের সাথেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির উপদেষ্টা পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকারিয়া এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মো. গিয়াস উদ্দিন খান।মইনুল সুমন জানান, আড্ডায় মোটিভেশনাল স্পিচ, বিসিএস এক্সাম প্রিপারেশন টিপস, আইবিএ-এমবিএ এক্সাম প্রিপারেশন টিপস, জব ইন্টার্ভিউ টিপস ও প্রশ্নোত্তর পর্বসহ ৫টি কন্টেন্ট থাকবে।
তিনি আরও বলেন এই প্রোগ্রাম সাস্টসহ সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এ ব্যাপারে যে কোন তথ্যের জন্য সংগঠনের অফিসিয়াল নম্বর ০১৬১৪৩৬৭৮৭৮ তে যোগাযোগ করা যাবে।