সিলেটপোস্ট২৪রিপোর্ট :দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতকালীন শাকসবজি আসছে সিলেটে। এতে প্রায় সকল ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, গত এক সপ্তাহে অধিকাংশ সবজির দামই অপরিবর্তিত রয়েছে। তবে এ সময়ে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে রসুন ও ডালের দাম। পেঁয়াজ ও আদারও দাম কিছুটা বেড়েছে।শুক্রবার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দেশি এবং চীনা দুই ধরনের রসুনের দামই বেড়েছে। বাজারে প্রতি কেজি চীনা রসুন (আকারে বড়) বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। এক সপ্তাহ আগে এ ধরনের রসুনের দাম ছিল ১১৫ থেকে ১২০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চীনা রসুনের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। এ ছাড়া দেশি রসুনের দামও কেজিতে ১০ টাকার মতো বেড়েছে। কেজি প্রতি দেশি রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকার মধ্যে।গত সপ্তাহে খুচরা বাজারে দেশি মসুর ডালের দাম ছিল ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা। শুক্রবার প্রতি কেজি মসুর ডাল ১৩৫ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।সিলেটে বাজারে বাছাই করা দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা ও সাধারণ দেশি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। আর ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত কয়েক দিনে পেঁয়াজের দাম কেজিতে প্রায় ৫ টাকার মতো বেড়েছে বলে জানালেন বিক্রেতারা।তবে এরই মধ্যে বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু করেছে। এতে পেঁয়াজের দাম কিছু দিনের মধ্যে কমবে বলে জানান তারা। নতুন এসব পেঁয়াজ পাতা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।এ ছাড়া অন্যান্য শাকসবজির দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। বাজার ঘুরে দেখা, চাল কুমড়া, মূলা, বাঁধাকপি, চিচিংগা, শসা, মিষ্টি কুমড়া, পেঁপে ও পটল ২০ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।২০ থেকে ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে ফুলকপি। বরবটি পাওয়া যাচ্ছে ৩০ টাকায়, করলা ৩০ টাকা ও বেগুন ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব সবজির দাম গত সপ্তাহেও এমন ছিল বলে জানান ক্রেতারা।সবজি বিক্রেতা আবদুল জলিল জানান, বাজারে এখন প্রচুর সবজি পাওয়া যাচ্ছে। তাই দামও কম। আগামী কয়েক দিনও বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম নাগালের মধ্যে থাকবে।মানভেদে প্রতি কেজি গোল আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, কাঁচামরিচ ৮০ টাকা থেকে ৯০ টাকায়, বেগুন ২৫ টাকা থেকে ৩০ টাকায়, টমেটো ৪০ টাকায়, শশা ৪৫ টাকা থেকে ৫০ টাকায়, পটল ৪০ টাকা থেকে ৪৫ টাকায়, মূলা ২৫ টাকা থেকে ৩০ টাকায়, ঝিঙা ২৫ টাকা থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।বিভিন্ন ধরনের শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা এবং কেজি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি আঁটি মূলা শাক মিলছে ৫ ও ১০ টাকায়, লাল শাক ১০ ও ১৫ টাকায়।এদিকে বাজারে ডিমের দাম কিছুটা বেড়েছে। প্রতি হালি ব্রয়লার মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকায়।ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে কেজি ১৪৫ টাকায়। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়।এ ছাড়া প্রতি কেজি রুই মাছ মিলছে ১৪০ থেকে ১৮০ টাকার মধ্যে। ছোট ইলিশের হালি মিলছে ৫০০ থেকে ৮০০ টাকায়। তেলাপিয়া বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।
বেড়েছে রসুন ও ডালের দাম, সবজির দাম স্থির
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২৬, ২০১৫ | ১২:৩৩ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »