সিলেটপোস্ট২৪রিপোর্ট :বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি এ কে আজাদ বলেছেন, শিল্পগুলো বিদ্যুৎ ও গ্যাসের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে। শিল্পে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে। ব্যাংকে অলস টাকা পড়ে আছে। এ পরিস্থিতির মূলে রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা।রাজধানীর মতিঝিলে বিসিআইয়ের বোর্ড রুমে শনিবার ২৯তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিসিআই সভাপতি বলেন, যেহেতু বিসিআই সমগ্র বাংলাদেশ ভিত্তিক একক এবং একমাত্র জাতীয় শিল্প চেম্বার, সেহেতু স্থানীয় সকল শিল্পের পথে প্রতিবন্ধকতা নিরসনে তাদের সবাইকে প্রয়োজনীয় ভূমিকা পালনের চেষ্টা করতে হবে।তিনি সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট সবাইকে শিল্পের স্বার্থ সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতা সম্প্রসারণের অনুরোধ জানান।এ কে আজাদ বিসিআই’র ২০১৪ সালের কর্মকাণ্ডের সার-সংক্ষেপ সভায় উপস্থাপন করেন। বিসিআই’র বিগত কর্মকাণ্ডে সহযোগিতার জন্য পরিচালক ও সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।সভায় বিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি শামসুর রহমানসহ পরিচালক এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে : এ কে আজাদ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২৬, ২০১৫ | ৭:৩৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »