সিলেটপোস্ট২৪রিপোর্ট :আসন্ন পৌরসভা নির্বাচনের পর সরকার জঙ্গি প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রোববার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।মন্ত্রী বলেন, আত্মঘাতী বোমা হামলা ও সন্ত্রাসী তৎপরতার পর জঙ্গি দমনে বিশেষ অভিযান শুরু করছে সরকার। পৌরসভা নির্বাচনের পরই আইন-শৃঙ্খলা বাহিনী এই শুরু করবে।গত বুধবার রাজধানীর মিরপুর শাহ আলী এলাকার জঙ্গি আস্তানা সন্দেহে ছয়তলা একটি ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ জেএমবির তিন সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক, গ্রেনেড ও সইসাইড ভেস্ট উদ্ধার করে ডিবি।
এরপর গত শুক্রবার রাজশাহীর বাগমারায় কাদিয়ানিদের একটি উপসনালয়ে আত্মঘাতী বোমা হামলায় একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।এছাড়া আজ চট্টগ্রামের হাটহাজারীতে আরেকটি ভবনে জঙ্গি আস্তানার সন্ধানে চালানো অভিযানে অত্যাধুনিক অস্ত্র, বিস্ফোরক ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার এবং জেএমবির তিন সদস্যকে আটক করেছে ডিবি।