সিলেটপোস্ট২৪রিপোর্ট :ক্ষমতাসীনদের অপকর্ম ঢাকতেই পৌর নির্বাচনে সেনা মোতায়েন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী নাগরিক দল এ সভার আয়োজন করে।তিনি বলেন, ‘নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন, পুলিশ সব সরকারের লেজুড় হওয়ায় তাদের উপর বিশ্বাস রাখা যায় না। আমরা সেনাবাহিনীকে বিশ্বাস করি। তাদের প্রতি আমাদের আস্থা আছে। পৌর নির্বাচনে তারা থাকলে ক্ষমতাসীনরা অপকর্ম করতে পারবে না। তাই সরকার সেনাবাহিনী মোতায়েন করতে চাচ্ছে না। কিন্তু সেনাবাহিনী মোতায়েন ছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই।’প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শাহ মোয়াজ্জেম বলেন, স্থানীয় সরকার নির্বাচন করছি বলে ভবিষ্যতেও আপনার অধীনে নির্বাচন করব-এরকম চিন্তা যদি আপনি করে থাকেন, তাহলে বলব- আপনি আকাশ কুসুম চিন্তা করছেন।