সিলেটপোস্ট২৪রিপোর্ট :পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।বুধবার বিকেলে শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। দলের পক্ষে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার জন্য বিএনপিকে ধন্যবাদ জানান। একইসঙ্গে পৌরসভার ভোটারদেরও ধন্যবাদ জানোনো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।অতীতের সকল স্থানীয় সরকার নির্বাচনের চাইতে এবার ভোটগ্রহণ অনেক ভালো হয়েছে বলেও দাবি করেন হানিফ।