সিলেটপোস্ট২৪রিপোর্ট :অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ দুই বছরের চুক্তিতে বুধবার থেকে একই পদে যোগ দিয়েছেন।
এ দিন তার চাকরির মেয়াদ শেষে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল বলে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সিনিয়র সচিব মাহবুব আহমেদ ২০১৪ সালের ৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্থবিভাগের প্রাক্তন সচিব ফজলে কবিরের স্থলাভিষিক্ত হন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদের অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।