সিলেট পোস্টরিপোর্ট : ইউএসএআইডি-ডিএফআইডির অর্থায়ণ এনএইচএসডিপির সেবা নেটওয়ার্ক সীমান্তিক বাস্তবায়িত সূর্যের হাসি ক্লিনিক দক্ষিণ সুরমা শাখা সীমান্তিক-এনএইচএসডিপির প্রকল্প পরিচালক আব্দুর রহিম রোববার পরিদর্শন করেছেন। পরিদর্শণ কালে তিনি ক্লিনিকের সার্বিক কার্যক্রম পরিদর্শণ করেন এবং ক্লিনিকে আগত কাস্টমারদের সাথে ক্লিনিকের বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করেন। তিনি ক্লিনিকের কাস্টমারদের এক্সিট ইন্টারভিউয়ের মাধ্যমে ক্লিনিকের সেবার মান যাচাই করেন। তিনি ক্লিনিকের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন সূর্যের হাসি সাপোর্ট গ্রুপের সদস্য কয়েছ আহমদ, ক্লিনিক ম্যানেজার ফয়ছল আহমদ, প্যারামেডিক রুমন ব্যানার্জী, মিনাক্ষি রয়, সার্ভিস প্রমোটর আব্দুর রাজ্জাক, আরাফাত হোসেন প্রমুখ।