সিলেটপোষ্ট রিপোর্ট :অনেকদিন ধরেই কারাবাসে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। সেখান থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি বারবার। জেল থেকে এবার আর সাময়িক ‘ছুটি’ নয়, একবারেই খালাস পেতে যাচ্ছেন বলিউডের এ তারকা।
ইয়েরওয়াড়া জেলখানা থেকে মুক্তি পাওয়া নির্ধারিত সময়ের খানিকটা আগেই বেরিয়ে আসতে যাচ্ছেন সঞ্জয়। তার ছাড়া পাওয়ার কথা ছিল আরো সাড়ে তিন মাস পর। এনডিটিভির খবরে জানা গেল, ‘ভালো’ আচরণের পুরস্কার হিসেবে কিছুদিন আগেই এই মুক্তি মিলছে সঞ্জয়ের। আসছে ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে শেষ হচ্ছে সঞ্জয়ের ‘সুদীর্ঘ’ জেলজীবন। তার এখন বয়স ৫৬। জেল থেকে বেরিয়েই আবারো চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। জেলযাপনের শুরু থেকে সব সময় একটু বাড়তি সুবিধা তো পেয়েছেনই, সেই সঙ্গে পেয়েছেন বারবার ‘ছুটি’। ২০১৩ সাল মোট ১১৮ দিন জেলের বাইরে ‘ছুটি’ কাটিয়েছেন সঞ্জয়, কখনো শারীরিক সমস্যা, কখনো পারিবারিক দরকারে। বারবার তাকে এই ‘ছুটি’ দেয়ার বিষয়টি নিয়ে বেশ হাসিঠাট্টা ও সমালোচনা হয়েছে। ১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার সময় সঙ্গে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ২০০৭ সালে দোষী সাব্যস্ত হন সঞ্জয়। ছয় বছরের কারাদণ্ড হয় তার। এ সময় তিনি দেড় বছর জেল খেটে আবার বেরিয়ে আসেন জামিনে, পরে ২০১৩ সালে আবারো জামিন বাতিল হয়ে গেলে জেলে যেতে হয় তাকে। সঞ্জয় দাবি করেছিলেন, নিজের পরিবারের সুরার জন্যই তার একে-৫৬ রাইফেল এবং রিভলভার রেখেছিলেন নিজের সঙ্গে।