সিলেটপোষ্ট রিপোর্ট :৭১’র মানবতাবিরোধী অপরাধীদের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারার দায়ে খালেদার বিচার হওয়া উচিত। ৭১’র মানবতাবিরোধী অপরাধীদের মতো খালেদা জিয়ার হত্যা-সন্ত্রাসেরও ক্ষমা নেই।
শুক্রবার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে তিনি সরকার উৎখাত করবেন বলে চেয়েছিলেন। কিন্তু পারলেন না। পরে ঠিকই ব্যর্থতার গ্লানি নিয়ে কোর্টে হাজিরা দিতে গেলেন।
তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা থাকলে একটি দেশ যে উন্নত হতে পারে, বাংলাদেশ তা প্রমাণ করেছে।