সিলেটপোষ্ট রিপোর্ট :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের সাংবাদিককে মারধরের ঘটনা ঘটিয়েছে চবি ছাত্রলীগ।
শনিবার রাত ৯টার দিকে চবির আলাওল হলের ক্যন্টিনে এ ঘটনা ঘটে।
মারধরকারী মিনহাজ চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্য।
‘বিডিজার্নাল৩৬৫ডটকম’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিরাজ বাপ্পি তাকে মারধরের ঘটনা স্বীকার করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মিরাজ ক্যন্টিনে খেতে গেলে একটি চেয়ারে বসতে যায়। চেয়ারটি রিজার্ভ আছে শুনে তিনি পাশের একটি চেয়ারে বসেন। কিন্তু একটু পর মিনহাজ এসে তার সেশন সম্পর্কে জানতে চায়। তিনি সেশন বলার সঙ্গে সঙ্গে কোন কারণ ছাড়াই তাকে শারীরিকভাবে মারধর করে।
জানা যায়, মিরাজ বাপ্পি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (২০১৩-১৪ সেশন) ২য় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগকর্মী মিনহাজ গণিত বিভাগের ২০১০-১১ সেশনের ছাত্র।
এ ঘটনার ব্যপারে মিরাজ বাপ্পি শীর্ষ নিউজকে বলেন, “আমি ক্যন্টিনে খেতে গেলে একটি চেয়ারে বসতে যাই। চেয়ারটি রিজার্ভ আছে শুনে আমার দুই হাতে খাবার থাকার কারণে পা দিয়ে চেয়ারটি টেবিলের সঙ্গে সেঁটে দেই। খাওয়ার পর বাইরে বেরিয়ে এলে হঠাৎ আমার সেশন জানতে চায় এবং আমি সাংবাদিক কিনা জিজ্ঞেস করে। আমি ‘হ্যাঁ’ বলার সঙ্গে সঙ্গেই আমার উপর চড়াও হয়।”
ক্যন্টিনের ঘটনার ব্যাপারে জানতে চেয়ে যোগাযোগ করতে চাইলে মিনহাজের মুঠোফোন বারবার বন্ধ পাওয়া গেছে।
এ ব্যপারে সহকারী প্রক্টর হেলাল উদ্দিন শীর্ষ নিউজকে বলেন,“ বিষয়টি আমরা ফোনের মাধ্যমে জেনেছি। কাল আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা তার ব্যবস্থা নিব।”