সিলেটপোষ্ট রিপোর্ট :ড্র ফল নিয়ে কোচ গনসালো মরেনো খুশি হলেও ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া রুবেল মিয়া খুশি হতে পারেননি। বঙ্গবন্ধু গোল্ড কাপের ম্যাচে এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়ায় হতাশ এই মিডফিল্ডার।
বাহরাইনকে রুখে দিল বাংলাদেশের যুবারা।
যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে রোববার ‘বি’ গ্রুপে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। অষ্টাদশ মিনিটে ইউসুফ সিফাতের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা; এরপর জাসিম আল শেখ বাহরাইনকে সমতায় ফেরান।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় শিষ্যদের খেলা নিয়ে সন্তুষ্টির কথা জানান বাংলাদেশ কোচ মরেনো, “প্রথম ম্যাচটা কঠিন ছিল। আমরা তিনটি পরিষ্কার সুযোগ পেয়েছিলাম; কিন্তু সবগুলো কাজে লাগাতে পারিনি। তবে আমি টিম ওয়ার্কে খুশি।”
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে হতাশার কথা তুলে ধরেন রুবেল। সমতায় প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে না পারার প্রসঙ্গ টেনে এই মিডফিল্ডার বলেন, “আমাদের দুর্ভাগ্য যে আমরা জিততে পারিনি।”
ড্রয়ে হতাশ নন বাহরাইন কোচ মারজান ইদও। সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা ভালোভাবে রয়েছে জানিয়ে তিনি বলেন, “ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট। অধিকাংশ খেলোয়াড়ের এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। পাসিংসহ অনেক ভুলই ছিল। প্রথম ম্যাচে এমনটা হতেই পারে। আমি পরবর্তী ম্যাচ নিয়ে আশাবাদী।”
“ম্যাচটা ছিল ফিফটি-ফিফটি। খেলা শেষে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি না। কারণ, বাংলাদেশ দুটি পরিষ্কার সুযোগ সৃষ্টি করেছিল। অবশ্য আমরাও সুযোগ পেয়েছি,” যোগ করেন তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্র“পে আগামী বুধবার বাংলাদেশ অনূর্ধ্ব ২৩-মালদ্বীপ ও কম্বোডিয়া-বাহরাইন অনূর্ধ্ব-২৩ মুখোমুখি হবে।