বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : দেশের বাজারে এসেছে স্বল্প মূল্যে আধুনিক প্রযুক্তির ল্যাপটপ হিসেবে খ্যাত লেনোভো ব্র্যান্ডের ১০০ সিরিজের আইডিয়াপ্যাড। নতুন এই আইডিয়াপ্যাড আগের আইডিয়াপ্যাডগুলোর চেয়ে ১০% বেশি স্লিম এবং ৮% বেশি হালকা।
লেনোভো ১০০ সিরিজের আইডিয়াপ্যাড মাত্র ২২.৬ মিলিমিটার পাতলা এবং ওজন ২.৩ কেজি। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ, ফলে মুভি দেখা থেকে শুরু করে অন্যান্য দৈনন্দিন কাজগুলো করা যাবে স্বাচ্ছন্দ্যে। ব্যবহৃত হয়েছে নতুন প্রযুক্তির লিথিয়াম সিলিন্ড্রিকাল ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী এবং অধিক সময় ব্যাকআপ সুবিধা দেবে।
ক্রেতাদের সুবিধার্তে একাধিক কনফিগারেশনে বাজারে এসেছে লেনোভোর ১০০ সিরিজের আইডিয়াপ্যাড।
পঞ্চম প্রজন্মের ইন্টেল কোর আই-থ্রি প্রসেসর সমৃদ্ধ আইডিয়াপ্যাডটিতে রয়েছে ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক। এছাড়াও রয়েছে ২ জিবি এনভিডিয়া জিফোর্স ৯২০এম গ্রাফিক্স, যা স্বচ্ছ ও নয়নাভিরাম ভিজ্যুয়াল ইফেক্ট দিয়ে থাকে। এই আইডিয়াপ্যাডটির মূল্য ৩৮ হাজার ৭০০ টাকা ।
পঞ্চম প্রজন্মের ইন্টেল কোর আই-থ্রি প্রসেসর, ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক এবং ইন্টেল গ্রাফিক্স সমৃদ্ধ আইডিয়াপ্যাডটির মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।
ইন্টেল সেলেরন প্রসেসর, ২ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক এবং উইন্ডোজ ১০ জেনুইন ভার্সনের অপারেটিং সিস্টেমের সমৃদ্ধ আইডিয়াপ্যাডটির মূল্য ২৫ হাজার ৫০০ টাকা।
লেনোভো ব্র্যান্ডের নতুন এই ল্যাপটপগুলো বাজারে নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। আরো জানতে ভিজিট: www.globalbrand.com.bd।