সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর কৃষক দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও ওসমানী নগর উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর উপর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেেন সিলেট মহানগর কৃষকদলের সভাপতি সাবেক মহানগর বিএনপির প্রথম যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির শাহীন সহ মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ।
এক প্রেসবার্তায় হুুমায়ুন কবির শাহীন জানান,গতকাল এক এপ্রিল রোজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলন পুর ইউনিয়নের বড় হাজীপুর বাজার সংলগ্ন এলাকায় উলুকান্দি, খছির মিয়ার বাড়ির সামনে সিলেট মহানগর কৃষক দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও তার সাথেে থাকা লোকজনের উপর অতর্কিত হামলা করে গুরুত আহত করেছে আওয়ামীলীগ এর অংঅঙ্গসংগঠনের সন্ত্রাসী’রা।
এবং এঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,ঘটনার সাথে সম্পৃক্ত প্রতিটি অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে জোরদাবী জানান।
হামলায় আহত হয়েছেন যারা,সিলেট মহানগর কৃষকদলের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আহমেদ, ৩নং পশ্চিম পৈলন পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিম সহ অনেকেই। পরে গুরুতর আহত অবস্থায় আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।