সিলেটপোষ্ট রিপোর্ট :রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও কলুষমুক্ত রাখতে মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
মঙ্গলবার সকালে তিনি সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযানে এ আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘গাড়ির ধোঁয়া থেকে শহরকে কলুষমুক্ত রাখুন। প্রয়োজনে আমি নিজে পায়ে হেঁটে কোর্টে যাব।’
তিনি নগরবাসীকে সিটি করপোরেশনের কলুষমুক্ত রাজধানী গড়তে সহযোগিতা করারও আহ্বান জানান।
এ সময় সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী শহরকে কলুষমুক্ত রাখতে গাড়ি চলাচলের ক্ষেত্রে জোড়-বিজোড় নিয়ম মেনে চলার কথা বলেছেন। সে সময় ভারতের প্রধান বিচারপতি কলুষমুক্ত নগরীর জন্য বাসে বা হেঁটে কোর্টে যাওয়ার কথা বলেছিলেন। ওনার সঙ্গে একমত হয়ে আমিও একই কথা বলছি।’
সকালে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও সুপ্রিমকোর্টের যৌথ আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।