সিলেট পোস্ট রিপোর্ট :মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে কারাগারে দেখা করেছেন তার ছেলে মাসুদ সাঈদী এবং তার আইনজীবীরা। এসময় সাঈদী তাদেরকে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়েরের পরামর্শ দিয়েছেন।
এক ফেসবুক স্ট্যাটাসে মাসুদ সাঈদী বলেছেন, তার বাবা ভালো আছেন। তিনি আরো লিখেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ পিটিশন দাখিল করে আমরা সর্বশেষ আইনি লড়াইয়ে অবতীর্ণ হবো।
সাক্ষাতে মাওলানা সাঈদী বলেছেন, আপিল বিভাগ যদি ডিফেন্স ডকুমেন্টস যথাযথভাবে পর্যালোচনা করেন এবং আমলে নেন তাহলে আমার বিশ্বাস ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ইব্রাহিম কুট্টি হত্যাকাণ্ড ও বিশাবালী হত্যাকাণ্ডের বিষয়ে যে অকাট্য দলিল ডিফেন্স টিম আদালতে উপস্থাপন করেছে, সে দলিল আদালত পর্যালোচনা করলে অবশ্যই আপিল বিভাগের রায়ও পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার রায়ে সে বিষয়টি প্রমানিত হয়েছে। সাঈদী বলেছেন, আমি বিশ্বাস করি আল্লাহর ফায়সালা আসবেই ইনশাআল্লাহ। জুলুম নির্যাতনে ভেঙে পড়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। যুগে যুগে ইসলামী আন্দোলনের উপর এর থেকেও অনেক বেশি জুলুম নির্যাতন হয়েছে।
কোরআনের দাওয়াত দিতে গেলে এ পথে বাঁধা বিপত্তি আসবেই, এটিই ইসলামী আন্দোলনের ইতিহাস। যতো ষড়যন্ত্রই হোক, সব বাঁধা বিপত্তি জুলুম নির্যাতনকে দু’পায়ে দলে কলেমার পতাকা এদেশের আকাশে উড়বেই ইনশাআল্লাহ।