সিলেট পোস্ট রিপোর্ট : “বিএনপিকে ধ্বংস করতে সরকারের সঙ্গে যুক্ত হয়ে ‘দুদকও’ মরিয়া হয়ে উঠেছে” বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার বিকেল বগুড়ার একটি হোটেলে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির তিনি একথা বলেন।
রিজভী বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রেখেছে। ফলে এ সরকারের প্রতি জনগণের কোনো সম্মতি নেই। এরপরও তারা ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। এজন্য সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করছে। একইভাবে সরকার দুর্নীতি দমন কমিশন (দুদক) কে নিয়ন্ত্রণে নিয়েছে।
রিজভী অভিযোগ করে বলেন, দেশকে এখন অবরুদ্ধ করে ফেলেছে সরকার। মিডিয়ার টুটি টেপে ধরা হয়েছে। সংবাদ মাধ্যমগুলো সত্য সংবাদ পরিবেশন করতে পারছে না। বর্তমান সরকার ১/১১ এর ধারাবাহিকতায় কাজ করছে। জাতীয়বাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর মিথ্যা মামলা দিচ্ছে ও হামলা চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সরকার দুদককে দিয়ে তারেক রহমানকে ফাঁসাতে হাওয়া ভবনের কর্মচারী আখ্যা দিয়ে কোথাকার এক শামসুজ্জোহা ফরহাদকে খুঁজে বের করেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো দিন এই ফরহাদের নামই শুনিনি।
রিজভী বলেন, দল পুনর্গঠনের কাজ চলছে। ধারাবাহিকভাবে চলবে। জাতীয় কাউন্সিল দ্রুতই হবে। সামনে অবশ্যই নতুন কর্মসূচি আসবে। এছাড়া আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েও দল পুনর্গঠিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, এডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা মো. শোকরানা, জানে আলম খোকা, এডভোকেট রাফী পান্না প্রমুখ।