সিলেট পোস্ট রিপোর্ট :সরকারকে উদ্দেশ্য করে আওয়ামী গীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব থাকবে না, ক্ষমতায়ন থাকবে না তাহলে এই গণতন্ত্র ধরে রাখা যাবে না। তাহলে আপনাদের আর বিএনপির মধ্যে পার্থক্য কী, তাহলে আপনাদের আর মুসলিম লীগের মধ্যে বেশ-কম কী?
তিনি বলেন, সকলকে ধারণ করে গণতন্ত্র বিকাশ ও প্রস্ফুটন ঘটাতে হবে। অবিশ্বাসের অবস্থান থেকে গণতন্ত্রের ফুল ফোটানো যাবে না।
শুক্রবার দুপুরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত ঢাকেশ্বরী মন্দিরে পরিবার দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংখ্যালঘুদের জমি দখল রোধ করতে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, ‘তোমাকে ডাকবে কেন তারা? তুমি যদি এই এলাকার এমপি হও, তাহলে তুমিই তাদের ডেকে নিয়ে বসবে। এখানে বসো আর তোমার বাড়িতে বসো, এক জায়গায় বসো। এসি ল্যান্ডকে ডাকো। সিএস রেকর্ডে কয় একর আছিলো, আর এখন কয় একর আছে দেখো।’
তিনি বলেন, ‘আমি এই দেশে জন্মেছি এই দেশেই থাকবো। আপনাদের বাপ দাদা যেভাবে এই দেশে জন্মেছে সেইভাবে আমাদেরও বাপ দাদা এই দেশে জন্মেছে।’
বক্তব্যে প্রশ্ন ছুঁড়ে সুরঞ্জিত বলেন, ‘সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব থাকবে না, ক্ষমতায়ন থাকবে না, তাহলে এই গণতন্ত্র ধরে রাখা যাবে না। তাহলে আপনাদের আর বিএনপির মধ্যে পার্থক্য কী, তাহলে আপনাদের আর মুসলিম লীগের মধ্যে বেশ-কম কী?’