সিলেট পোস্ট রিপোর্ট :সাংবাদিক মানিক সাহা হত্যার সুষ্ঠু বিচারে মামলার পুনঃতদন্তের জন্য মন্ত্রণালয় থেকে আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ শুক্রবার সাংবাদিক মানিক সাহার ১২তম হত্যাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বিশিষ্ট সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া থমকে গেছে। এই বিচার প্রক্রিয়াকে সচল করতে মামলাটির পুনঃতদন্তের জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনে আদালতে দরখাস্ত দেব। বিচারকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব।
আদালত ও প্রশাসনের কার্যক্রমে ধীরগতি থাকার কারণে সাংবাদিক মানিক সাহা হত্যার বিচার ১২ বছরেও সম্পন্ন হয়নি বলে মন্তব্য করে জাসদ সভাপতি বলেন, “এ ধরনের ধীর গতি অপরাধীদের রেহাই পাওয়ার পথ তৈরি করে।
প্রশাসনের কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস বা আস্থার ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন তথ্যমন্ত্রী ইনু।
তিনি বলেন, “সরকার একটি পদক্ষেপ নিয়েছে; মুক্তমনা, প্রগতিশীল, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী ও রাজনৈতিক প্রতিপক্ষকে যারা হত্যার মাধ্যমে দমনের চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। তা সে যেই হোক।”
মানিক সাহার প্রকৃত খুনিদের খুঁজে বের করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের শরিক এই নেতা।
ইনু বলেন, “খুলনা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক মানিক সাহা হত্যা, উদীচী হামলা, রমনা বটমূলে হামলা, ২১শে অগাস্ট গ্রেনেট হামলা, লেখক ও ব্লগার হত্যা এসব একই সূত্রে গাঁথা। যখন মানিক সাহাকে হত্যা করা হয়, তখন রাজাকার-আলবদরদের সমর্থিত একটি দল ক্ষমতায় ছিল।”
জামায়াত-শিবিরকে জঙ্গি আখ্যায়িত করে তাদের দমনে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী।