সিলেট পোস্ট রিপোর্ট :পশ্চিম আফ্রিকাকে ইবোলামুক্ত ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই সিয়েরা লিওনে আরো একজনের মৃত্যু হয়েছে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে।রাজধানী ফ্রিটাউনের কর্মকর্তারা বলছেন, উত্তরাঞ্চলীয় একটি জেলায় যে রোগীটির মৃত্যু হয়েছে তার স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বৃহস্পতিবারই ঘোষণা করেছিলো যে পশ্চিম আফ্রিকা থেকে ইবোলা ভাইরাসকে নির্মূল করা হয়েছে।আর সিয়েরা লিওনকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়েছিলো ৭ই জানুয়ারি।তবে এই ঘোষণার সময় সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছিলো যে, তার মানে এই নয় যে এখানে আর কেউ এই ভাইরাসে আক্রান্ত হবে না।এই ভাইরাসে পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে গত দু’বছরে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।শুধু সিয়েরা লিওনেই নিহত হয়েছে প্রায় চার হাজার মানুষ।