
২৬ ডিসেম্বর (সোমবার) সকালে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী”র সভাপতিত্বে ও স্থানীয় সরকার উপ পরিচালক মোঃ জাকির হোসেন”র সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১আসনের এম পি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ ৪ আসনের এম পি এডভোকেট ফজলুর রহমান মিছবাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, পৌর মেয়র নাদের বখত্, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শান্তিগজ্ঞ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ শিক্ষাবীদ পরিমল কান্তি দে সহ সুনামগঞ্জের সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাকর্মচারী ও মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ধর্মীয় ঐক্য পরিষদের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।