ওসমানীনগর প্রতিনিধি::ওসমানীনগরের গোয়ালাবাজারে লোকাল বিরতিহীন বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে একজন মৃত্যুবরণ করেন। আহতের জ্ঞান না থাকায় তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।অন্যদিকে রাস্তা ফাঁকা থাকায় দ্রুত গতিতে স্থান ত্যাগ করলে লোকাল বাসটি আটক করা সম্ভব হয়নি। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত না হতে পারলেও স্থানীয় সূত্রে জানা গেছে নিহত ব্যক্তির নাম জাহেদ মিয়া সে উপজেলার উছমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের বাসিন্দা এবং আহত ব্যক্তির নাম রেদোয়ান আহমদ সে ধনপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের গয়নাঘাট নামক স্থানে শেরপুরগামী সিলেট বিরতিহীনের একটি লোকাল বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। রাস্তা ফাঁকা থাকায় বাসটি দ্রুত গতিতে স্থান ত্যাগ করে। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত দুই মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তাজপুর ফায়ার সার্ভিসের কর্মী মো: অপু মিয়া জানান, আহতদের জ্ঞান না থাকায় তাদের পরিচয় পাওয়া যায়নি। শেরপুর হাইওয়ে পুলিশের এসআই সুজন জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে তবে বাস আটক করা যায়নি।