সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

আজ থেকে ভোক্তা পর্যায় ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ২৪৪ টাকা কমে এখন ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ !

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি::আজ থেকে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বোতল প্রতি ২৪৪ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
অথচ সাধারণ ভোক্তাদের মধ্যো চলছে নানান গুঞ্জন।
দেশ জুড়ে যখন প্রতিটা নিত্য পণ্যের উপর মূল্য বৃদ্ধির চৈত্র রোদের প্রখর ঝাঁঝালো তাপে ভস্বীভূত ভোক্তরা তখন কোন কিছুর মূল্য নিম্নগামী হওয়াটাকে ভৌতিক বলে মনে করছে সাধারণ মনুষেরা।
ভোক্তাদের অভিযোগ সরকার যতই ঘোষণা দিয়ে দ্রব্যমূল্য নিম্নগামী করুক তাতে কিছু যায় আসে না সিন্ডিকেট ব্যবসায়ীদের।
চোরে না শুনে ধর্মের কাহিনী কারণ বাজারে কোন কিছু মূল্য বৃদ্ধির আভাস পাওয়ার আগে থেকেই বাড়িয়ে বসে থাকে ব্যবসায়ীরা তখন আর সরকারি মূল্য তালিকার কোন হদিস থাকেনা।
আর দাম কমানোর ক্ষেত্রে থাকে তাদের নানান অজুহাতের পায়তারা।
আর বাজারে তখন সকল পণ্যর হয়ে যায় তারল্য সংকট।
মুহূর্তে মজুদ কৃত গুদাম থেকে লাপাত্তা হয়ে যায় সকল ধরনের পণ্য।
এদিকে আজ থেকে এলপিজি ১২ কেজি গ্যাসের মূল্য পূর্ণ নির্ধারণ করে ২৪৪ টাকা কমালেও সাধারন ভক্তরা শঙ্কিত।
অধিকাংশ ভক্তরাই বলছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি বোতল জাত গ্যাসের দাম বোতল প্রতি ২৪৪ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১হাজার ১৭৮ টাকা দরে বিক্রির কথা বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন ঘোষণা দিলেও সেটা কত দিন নাগাদ কার্যকর হবে
তা নিয়ে সন্দিহান দেশের সাধারণ মানুষের।
ভোক্তারা আরো বলেন এর আগে মার্চ মাসে ১ হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ নির্ধারণ করলেও তা নিয়ে সিন্ডিকেট মজুদ ব্যবসায়ীদের তালবাহানার কোন অন্ত নাই তার সুফল এখনো আমরা পাইনি।
তারপর আজ আবার নতুন করে বিইআরসি একবারে বোতল প্রতি ২৪৪ টাকা কমিয়ে দেওয়ার প্রতিফলনের বাস্তবতা টা কতদিন নাগাদ কার্যকরী হবে তা নির্ভর করছে ডিলার ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সৎ মনোভাবের উপর।
যদিও সরকার ঘোষণা দিয়েছে সেটি আজ থেকেই কার্যকর হবে।
তবে গ্যাসের দাম কমানোর বিষয়টি জানার লক্ষ্যে দেশ চ্যানেলের প্রতিবেদক সরজমিনে পর্যবেক্ষণ গিয়ে বিষয়টি খুলনা বিভিন্ন এলাকার গ্যাস ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে তারা কোন কিছুই জানেনা বলে বিষয়টি হাস্যকর ভাবে উড়িয়ে দেয়।
অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনার বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন সকালে সাংবাদিকদের সামনে স্পষ্টভাবে এ ঘোষণা দিয়েছেন।
ঘোষণায় বলা হয়েছে বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতীক কেজি ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্যপ্রতি কেজি ৯৪ টাকা ৯৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসক ব্যাতীত মূল্য প্রতিলিটার ৫১ টাকা ৭৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তার আগে ফেব্রুয়ারি মাসে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তবে বাজারের সরজমিনের চিত্রে আরো দেখা যায় কোন ডিলার ও খুচরা বিক্রেতারা নির্ধারিত সরকারি মূল্যেয় গ্যাস তো বিক্রি করছেই না উপরন্ত আরও এক থেকে দেড়শ টাকা বৃদ্ধি করে বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে।
তবে এক্ষেত্রে সাধারণ ভোক্তাদের কিছু করণীয় না থাকলেও সরকারের ভোক্তা অধিকার সংস্থা কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.