জৈন্তাপুর প্রতিনিধি::গোলাপগঞ্জ মডেল থানার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও সার্বিক আইন-শৃংখলা রক্ষায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া থানা এলাকায় সংঘটিত সঙ্গবদ্ধ অপরাধীদের চিহ্নিত করুণ ও গ্রেফতারে গোলাপগঞ্জ থানা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ এপ্রিল ২০২৩ তারিখে গোলাপগঞ্জ থানাধীন ৩নং ফুলবাড়ী ইউপি’র হিলালপুর সাকিনস্থ কালভার্টের নিকট সিলেট টু জকিগঞ্জ মহাসড়কে পাশে থেকে একাধিক মামলার পলাতক ও পরোয়ানাভূক্ত আসামী ডাকাত ছয়ফুল মিয়া (২৮) পিতা- মৃত ফজলুর রহমান, সাং- নন্দিরফল, থানা-বিয়ানিবাজার, জেলা- সিলেটকে গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অভিযানিক দলের নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুমন চন্দ্র সরকার, সংগীয় অফিসার এসআই লুৎফুর রহমান।
অভিযানের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেণ অফিসার ইনর্চাজ জানাব রফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াদিন।