সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

এইচএসসি : সিলেটে পরীক্ষার্থী ১ লাখ ১০ হাজার ৪০২

সিলেটপোস্ট ডেস্ক :: সারাদেশের ন্যায় সিলেটেও আগামী ৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। প্রশ্নপত্র ফাঁসের গুজব সৃষ্টিকারীর বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএসসি/ভোকেশনাল/দাখিল পরীক্ষা উপলক্ষে মহানগরীর আওতাধিন ৪৫টি কেন্দ্রকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহন, ব্যবহারসহ শান্তিশৃংখলা ও জননিরাপত্তার হুমকি স্বরূপ কাজ নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ আগামি ৩০ এপ্রিল থেকে ২০ জুলাই পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বলবৎ থাকবে।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানিয়েছেন, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১০ হাজার ৪০২ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে ছেলে ৪৫ হাজার ৫৯৮ জন এবং মেয়ে ৬৪ হাজার ৮০৪ জন। এবার ১৪৯টি কেন্দ্রে ৯৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। জেলাওয়ারি কেন্দ্র সংখ্যা সিলেটে ৫৯, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ২৬ এবং সুনামগঞ্জে ৩৩টি।

সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ জানান, অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী নিয়ে কেন্দ্র সচিবদের সাথে সভা হয়েছে। এছাড়া, বোর্ডের ৬টিসহ একাধিক ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ যে সব পরীক্ষা কেন্দ্রের কথা উল্লেখ করেছে তার মধ্যে রয়েছে-সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, রসময় মেমোরিয়াল হাইস্কুল, দি এইডেড হাই স্কুল, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল গফুর ইসলামীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজা জি সি উচ্চ বিদ্যালয়, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়, হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়, জামেয়া রহমানিয়া তায়িদুল ইসলাম, ফতিহপুর কামিল মাদ্রাসা,, শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, জালালাবাদ বিএল উচ্চ বিদ্যালয়, লালাবাজার আলীম মাদ্রাসা, নবারুন উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, ইছরাব আলী দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়, জালালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, রেবতী রমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, জালালপুর উচ্চ বিদ্যালয়, আলমপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, হযরত শাহজালাল (রহ.) উচ্চ বিদ্যালয়, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, শাহপরাণ (রহ.) উচ্চ বিদ্যালয়, শাহজালাল উপশহর হাইস্কুল, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ইউসেফ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুল, এবং আল আমিন জামিয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.