সিলেটপোস্ট ডেস্ক::সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জনসহ ১৫ জন নিহত হয়েছেন। সকাল ৬ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার বাজারের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- সকাল ৬ টার দিকে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক নিয়ে পাশ্ববর্তী ওসমানীনগরের গোয়ালাবাজারে যাচ্ছিলো একটি পিকআপ ভ্যান। নাজির বাজারে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান থেকে ছিটকে ট্রাকের নিচে ও রাস্তার পাশে পড়ে যান শ্রমিকরা। ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা ১১ জন নির্মান শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা অন্তত ১৯ জন নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ পর্যন্ত সিলেট- সড়ক দুর্ঘটনায়
নিহতের সংখ্যা ১৫ জন। নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০)।
এছারাা বাকি হতাহতদের পরিচয় শনাক্ত হয় নি। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে হতাহতদের স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন। তারা জানান, হতাহতরা দিনমজুর। তারা নির্মান শ্রমিক হিসেবে কাজ করতেন। ভোরে কাজের উদ্দ্যেশ্যে তারা বাড়ি থেকে বের হন।
এ ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় ৩ ঘন্টা পর উদ্ধার কার্যক্রম শেষে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা গিয়ে নিহত ও আহতদের লাশ উদ্ধার করেন।