মীর শোয়েব আহমদ::সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানার বিশেষ অভিযানে ১ জন আসামী সহ ৩০ বস্তা ভারতীয় চিনি ০১টি ডিআই পিকআপ গাড়ি আটক করা হয়।
সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া ডাকাতি, চুরি, চোরাই উদ্ধার, চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ১৪ জুন সকাল সাড়ে আট ঘটিকার সময় এসআই/মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চোরাচালান অভিযান পরিচালনা কালে অত্র থানাধীন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন এর অন্তর্গত শ্রীপুর চা বাগানস্থ সিলেট তামাবিল মহাসড়ক এর উপর গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়াছ আহমদ সবুজ (২০) পিতা রহমত উল্লাহ সাং আগফৌদ কে ৩০বস্তা ভারতীয় চিনি ও ১ টি ডি আই গাড়িসহ আটক করেন। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ও পলাতক অপরাপর আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক সিলেটপোস্টকে বলেন, অপরাধ দমনে আমারা সাধ্যমত চেষ্টা করছি, মানকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় অব্যাহত আছে।