সিলেটপোস্ট ডেস্ক::বাংলা নিউজ ২৪.ডটকম এর জামালপুরের জেলা প্রতিনিধি ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার ঘটনায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার (১৬ জুন) বিকেলে এক বিবৃতিতে এ তীব্র প্রতিক্রিয়া জানান তারা।
গত বুধবার রাতে গোলাম রাব্বানী নাদিমের উপর কিছু দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়, বৃহস্পতিবার দুপুরে সে মারা যায়। গোলাম রাব্বানী নাদিমের উপর হামলা মানেই সত্য সাংবাদিকতার কণ্ঠ রোধ করার সামিল।
সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলামসহ ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে ন্যক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।